ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি ...

চট্টগ্রাম: সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম কলেজের উচ্চ মাধ্যমিক ব্যাচের এক ছাত্রলীগকর্মীর সঙ্গে সিনিয়র এক ছাত্রলীগকর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বাংলানিউজকে বলেন, জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। সিনিয়ররা বিষয়টি সমাধান করে দিয়েছে। আপাতত সব কিছু স্বাভাবিক রয়েছে।

চকবাজার থানা (ওসি) তদন্ত এস এম আব্দুল হালিম বাংলানিউজকে বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা ঘটনা স্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।