ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ শিশুর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ শিশুর 

চট্টগ্রাম: ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিহা (৮) ও মাসুমা (৮) নামে  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১২ টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আন্দারমানিক এলাকার পূর্বপাড়া মসজিদ পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আলিহা ও মাসুমা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। দুই জনই স্থানীয় মারিফুল উম্মাহ মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

আলিহা ওই এলাকার মো. ইলিয়াছের মেয়ে এবং মাসুমা ওই এলাকার মো. শাহ জালালের মেয়ে।  

হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল বাংলানিউজকে বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে পুকুরে গোসল করতে যায় তারা দুই জন। দীর্ঘক্ষণ ধরে ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে দুই জনের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।