ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
সাতকানিয়ায় ৩  ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় জেলা প্রশাসনের অভিযানে ৩টি ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা, অবৈধভাবে নদীর পাড়ের বালু বিক্রির জন্য ১ জনকে ১ লাখ টাকা জরিমানা, ৭ দিনের জেল ও ৫০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বাংলানিউজকে বলেন, কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার করায় সাতকানিয়া উপজেলার ফোর বিএম ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা, সৈয়দ মক্কী ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এইচবিএম ব্রিক ফিল্ডের মালিক মো: ইকবালকে ইটভাটার পাশের কৃষিজমি থেকে টপসয়েল কর্তনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

পরে সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় সাঙ্গু নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংয়ের উত্তোলন করা বালু অবৈধভাবে বিক্রির সময়ে সৈকত দাশ নামের একজনকে হাতেনাতে আটক করা হয়।  

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তির যোগসাজশে এই ব্যক্তি সরকারি বালু অবৈধভাবে বিক্রি করছিল। এ সময় একটি এসকেভেটর মেশিনসহ প্রায় ৫০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা। সৈকত দাশকে ১ লাখ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা বালু পরবর্তীতে নিলাম করে সরকারি কোষাগারে নিলামের টাকা জমা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।