ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্ব, আরও একমাস হিমঘরে থাকবে যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্ব, আরও একমাস হিমঘরে থাকবে যুবকের মরদেহ

চট্টগ্রাম: হাসপাতালের মর্গে পড়ে থাকা রতনের পরিচয় শনাক্তে পুলিশি তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।  

বুধবার (১৫ মার্চ) সকালে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বেশ্বর সিংহ এ আদেশ দেন।

আদালতের জিআরও রফিকুল ইসলাম জানান, অধিকতর তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা সময় বৃদ্ধির আবেদন করলে, আগামী ২০ এপ্রিলের মধ্যে রতনের পরিচয় শনাক্তের প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন আদালত।

এর আগে গত ২৯ জানুয়ারি পটিয়ার মনসা বাদামতল এলাকায় তেলবাহী লরির চাপায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী রতনের।

ঘটনার পর নিহতের মা সন্ধ্যা রাণী দাশ ছেলের মরদেহ নিতে চাইলে এতে বাধা দেয় রতনের বন্ধুরা। বিষয়টি সমাধানে আদালতের দ্বারস্থ হয় পটিয়া হাইওয়ে পুলিশ। পরে গত ৩০ জানুয়ারি শুনানি শেষে ১৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন পটিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ। কিন্তু অধিকতর তদন্তের জন্য সময় চেয়ে তদন্তকারী সংস্থা পুলিশ সময়বৃদ্ধির আবেদন করলে আদালত আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন।

প্রসঙ্গত, ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে প্রায় দেড় মাস ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে ওই যুবকের মরদেহ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।