ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোধনের অষ্টপঞ্চাশত্তম সমাবর্তন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
বোধনের অষ্টপঞ্চাশত্তম সমাবর্তন 

চট্টগ্রাম: বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম-এর অষ্টপঞ্চাশত্তম সমাবর্তন বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় একক ও বৃন্দ আবৃত্তি এবং সনদপত্র প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বোধন সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও বোধনের স্থায়ী পরিষদ সদস্য পীযুষ কান্তি বিশ্বাস, সাতকানিয়া পৌর মেয়র কবি মোহাম্মদ জোবায়ের ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সনজয় দাশ।

 

বক্তারা বলেন, আমাদের মায়ের ভাষা শুদ্ধভাবে সকলের কাছে উপস্থাপন করা এবং আবৃত্তি প্রশিক্ষণের জন্য বোধন আবৃত্তি স্কুল দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।  

সঞ্জয় দাশ বলেন, বোধন আবৃত্তি স্কুলে শিক্ষার্থী হিসেবে যারা আবৃত্তি শিখেছে তারা প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তা কাজে লাগাতে পারবে, সেজন্য এই স্কুলের শিক্ষার্থী হিসেবে আমি নিজেও গর্ববোধ করি।

কবি মোহাম্মদ জোবায়ের বলেন, বর্তমানে শিশুদের মোবাইল বা টিভির প্রতি মনোযোগ কিভাবে এড়ানো যায় সে ব্যাপারেও আবৃত্তির পাশাপাশি বোধন কাজ করতে পারে।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন মোহাম্মদ আব্দুর রহিম, প্রিয়া সেন গুপ্তা, মো. হাবিবুর রহমান, নিখিলা, দুর্জয় ভৌমিক, কাজী রবিউল হোসেন, ফাল্গুনী আচার্য, ইলা বড়ুয়া, নবনীতা বড়ুয়া, মৌমিতা বড়ুয়া, প্রমা দাশ, নিপা দাশ, মোহাম্মদ শহীদ, উর্বশী মজুমদার, পূর্বা বড়ুয়া, তৃষ্ণা দাশ, রুহী মালিহা আফরীন, মোহাম্মদ মোস্তাফিজ, ইসফার তাসনিয়া, নাসরিন ফারজানা, জেসমিন আক্তার, অদিতি বিশ্বাস, বিহান পারিয়াল, ফাতিহা আনমুল, রোদুসী মেহেরীমা, আরিত্রিকা চৌধুরী, আরিকা আমান, সৌহার্দ্য পাল, রুদ্রনীল চক্রবর্তী, সমর্পিতা চৌধুরী, দেবস্মিত দত্ত, সুদীপা সাহা, রাতুল নন্দী, শুভশ্রী মেধা, পার্থ ধর সঞ্জয়, মৃত্তিকা তালুকদার এবং শুভস্মিতা দত্ত।  

মাইনুল আজম চৌধুরীর নির্দেশনায় বড়দের বৃন্দ আবৃত্তি ‘শোনো মুজিবুর’ এবং আবৃত্তিশিল্পী ইতু সাহার গ্রন্থনা ও যশ্বসী বণিকের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘বঙ্গবন্ধু ও অতঃপর বাংলাদেশ’ শিশুদের পরিবেশনায় পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী তুর্ণা দাম ও পৃথুলা চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে বোধন’র সহ সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুল নন্দী, জাভেদ হোসেন, সৌরভ দে, ঝলক কুমার লোভান, দেবলিনা চৌধুরী, নিশাত আখতার লাভলী, হৈমন্তি তালুকদার, সন্দীপন সেন একা, প্রিয়ন্তি বড়ুয়া, লাবণ্য দেব শ্রেয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।