ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খুলশীতে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
খুলশীতে ভিক্ষুকের মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: নগরের খুলশী থানার নাসিরাবাদ আবাসিক এলাকার গেটের পাশে পড়ে থাকা এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করে চমেক মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই ভিক্ষুককে এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। তবে নাম-পরিচয় জানা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ওই ভিক্ষুকের পরিচয় জানার চেষ্টা করছি। পিআইবি’র সদস্যরাও এ ব্যাপারে খবর নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।