ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সবজির দাম চড়া, কমেছে মাংসের ক্রেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
চট্টগ্রামে সবজির দাম চড়া, কমেছে মাংসের ক্রেতা ...

চট্টগ্রাম: গ্রীষ্মকালীন সবজি এসেছে বাজারে। ঢেঁড়শ, তিত করলা, লতি, বরবটি, চিচিঙ্গা ও ঝিঙ্গা বিক্রি হচ্ছে চড়া দামে।

কদর কমেছে শীতকালীন সবজির। এসব সবজি অবশ্য বিক্রি হচ্ছে কম দামে।
 

শুক্রবার (১৭ মার্চ) সকালে নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি।

কাজির দেউড়ি বাজারে প্রতিকেজি ঢেঁড়শ ও তিত করলা ১১০ টাকা, লতি ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙ্গা ১২০ টাকা, শসা ৫০ টাকা, গাজর ও বাঁধাকপি ৩০ টাকা, মুলা ৬০ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, টমেটো ও আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, বেগুন ও শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।  

বাজারে প্রতিকেজি রুই ২৮০, কাতলা ৩০০, তেলাপিয়া ২২০, লইট্যা ২২০, পাঙ্গাস ২০০, পাবদা ৫৫০, পোয়া ৪০০, শোল ৮০০, চিংড়ি ১০০০-৮০০ ও শিং মাছ ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।  

মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ২৬০, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। এছাড়া হাড়সহ গরুর মাংস ৭৫০ ও হাড় ছাড়া গরুর মাংস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। মাংসের বাজারে অন্যান্য সময়ের তুলনায় ক্রেতার উপস্থিতি কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

রমজান আলী নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, গ্রীষ্মকালীন সবজির দাম একটু বেশি। তারপরও মানুষের সেসব সবজির প্রতি আগ্রহ বেশি। শীতকালীন সবজির দাম কমেছে। দামের জন্য মাংসও কেনা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।