ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার মনোয়ারের শ্রদ্ধা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, মার্চ ২৩, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার মনোয়ারের শ্রদ্ধা 

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও আসন্ন চট্টগ্রাম-৮ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর তিনি বঙ্গবন্ধুর আদি বাড়ির প্রাঙ্গণ ঘুরেফিরে দেখেন এবং মন্তব্য বইতে শ্রদ্ধাভরে লিখেন, ‘প্রাথমিক স্কুলে থাকতে বঙ্গবন্ধুকে প্রথম চট্টগ্রাম মুসলিম হলে দেখেছিলাম একটি সমাবেশে। আমার গৃহশিক্ষক জানিয়েছিলেন সেদিন বঙ্গবন্ধু  আসার কথা এবং এতে যাওয়ার জন্য আমি উৎসাহ দেখালে তিনি আমাকে সমাবেশে  নিয়ে আসেন।

জীবনে সেই প্রথম বঙ্গবন্ধুর বক্তব্য শুনলাম। সেই থেকে তাকেই নেতা জেনেছি। এখনো তিনিই আমার নেতা। বঙ্গবন্ধু আমাদের জন্য অহংকার। চির জাগরূক থাকবেন তিনি মানব সমাজের ইতিহাসে। ’

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।