ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
লোহাগাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ জালাল (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট যাত্রী বসার সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, এ ব্যাপারে নিয়মিত মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।