ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিখোঁজ কিশোর বালু শ্রমিকের মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
নিখোঁজ কিশোর বালু শ্রমিকের মরদেহ উদ্ধার  ...

চট্টগ্রাম: সাতকানিয়ার সাঙ্গু নদে বালুবোঝাই নৌকা ডুবে নিখোঁজ থাকা আবদুল হামিদের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে আমিলাইষ সরওয়ার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবদুল হামিদ চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী ৭ নম্বর ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে। সে বালু শ্রমিক হিসেবে কাজ করতো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আবদুল হামিদসহ তিনজন বুধবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে নৌকায় বালুবোঝাই করে চরতী যাওয়ার সময় আমিলাইষ সরওয়ার বাজার এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এসময় নৌকা উল্টে ডুবে যায়। দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও আবদুল হামিদ নিখোঁজ ছিল। এর পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে।  

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।