ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেশি মূল্যে পণ্য বিক্রি, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
বেশি মূল্যে পণ্য বিক্রি, গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: হাটহাজারীতে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সরকারহাট বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানি সুকান্ত দাশকে ১০ হাজার টাকা, শাহ আলমকে ৫ হাজার টাকা, মহিউদ্দিন ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও পাশ্ববর্তী অন্যান্য দোকানিদের সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।