ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন: নওফেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন: নওফেল ...

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করে যাচ্ছেন। পবিত্র রমজান মাসে দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে নগরের ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আব্দুল লতিফহাট এলাকায় গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, নিজেদের ভোগ বিলাসের জন্য ইফতার মাহফিল করতে বারণ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের নেতাকর্মীরা গরীব মেহনতি মানুষকে এ পবিত্র রমজান মাসে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।  

এ সময় উপস্থিত ছিলেন ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা মো. সবুর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. এমদাদ, সাইফুল্লাহ মাহমুদসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।