ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: হাটহাজারীর দক্ষিণ মাদার্শা এলাকার কাটাখালী খাল থেকে নিখোঁজ প্রবাসী নূর মোহাম্মদ (৬০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার (৩১ মার্চ) বিকেল চারটার দিকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

 

নূর মোহাম্মদ রাউজানের পশ্চিম গহিরার বাসিন্দা। প্রায় ৪০ বছর ধরে আরব আমিরাতে চাকরি করতেন।

২ ফেব্রুয়ারি ছুটিতে তিনি দেশে আসেন। ২৬ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বাজার করতে বের হয়ে তিনি নিখোঁজ হন বলে জানান নিহত প্রবাসীর ছেলে মুহাম্মদ ইসমাম নুর।  এ ব্যাপারে গত ২৮ মার্চ রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

পুলিশ ধারণা করছে, নূর মোহাম্মদকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। পকেট থেকে একটি টুপি, একটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, মরদেহের পা কাপড়ে বাঁধা ও গলায় প্যাঁচানো অবস্থায় ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।