ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শখের রাজহাঁস-মোরগ নিয়ে গেল চোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
শখের রাজহাঁস-মোরগ নিয়ে গেল চোর ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে ঘরের তালা ভেঙে ডিমপাড়া একটি রাজহাঁস ও একটি মোরগ চুরি হয়েছে। চোরের দল সেই সাথে নিয়ে গেছে পাশের ঘরের রান্নাঘরের বৈদ্যুতিক বাল্ব।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী নাথ পাড়ায় এ চুরির ঘটনা ঘটে।

ঘটনার শিকার আকুবদণ্ডী গ্রামের শুভ নাথ জানান, শখ করে তিনমাস আগে আড়াই হাজার টাকা দিয়ে হাঁসটি কিনেছিলাম।

ডিম পাড়তো। হাঁসের সাথে রাখা ২ কেজি ওজনের মোরগটিও চোর নিয়ে গেছে।  

স্থানীয় ইউপি সদস্য জোবাইদা রুনু জানান, এলাকায় ইদানিং ছিঁচকে চোরের উৎপাত বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। হাঁস-মুরগি, রান্নাঘরের জিনিসপত্রসহ কোনো কিছুই বাদ দিচ্ছে না চোরের দল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।