ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  ...

চট্টগ্রাম: হালিশহর বড়পুল এলাকা থেকে ২৯৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।  

শনিবার (১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য পাচারের সময় তাদের আটক করে র‌্যাব।

 

আটককৃতরা হলেন- মো. রানা মিয়া (৩৩) ও মো. অনিক হোসেন (১৬)।  তারা কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার বাসিন্দা ।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক দুজনের মধ্যে রানা মিয়ার বিরুদ্ধে নগরীর বন্দর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে। আটক দুজনকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ৩ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২ এপ্রিল, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।