ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেশি দামে কাপড় বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বেশি দামে কাপড় বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা ...

চট্টগ্রাম: পোশাক আমদানির স্বপক্ষে কোনও কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় রশিদ-বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা ও নিজেদের মতো মূল‌্য বসিয়ে পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২ এপ্রিল) দুপুর ১১টায় নগরের প্রবর্তক মোড়ে মিমি সুপার মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ সাংবাদিকদের জানান, বিদেশি পণ্য হলেও পণ্যের গায়ে আমদানিকারকের কোনো সিল নেই। এছাড়া কাপড়ের ক্ষেত্রে আমদানির কোনও কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা।

এসব অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শপিংমলে অভিযান শেষে নগরের ২ নম্বর গেইট এলাকায় খাবারের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় কয়েকটি দোকানে বিভিন্ন অনিয়ম খুঁজে পায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।