ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের ক্লাস শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
সিআইইউতে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের ক্লাস শুরু দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শিক্ষার্থীরা

চট্টগ্রাম: সৃজনশীল সত্তাকে বিকশিত করার পাশাপাশি একঝাঁক নারী উদ্যোক্তার স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) শুরু হয়েছে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম-এর দ্বিতীয় ব্যাচের ক্লাস কার্যক্রম।  

সম্প্রতি এই উপলক্ষে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের বিজনেস অনুষদে আয়োজন করা হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের।

 

রাজধানী ঢাকার পর চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের একধাপ এগিয়ে নিতে সিটি ব্যাংক এবং সিআইইউ যৌথভাবে শুরু করেছে এই সার্টিফিকেশন প্রোগ্রাম কার্যক্রম। গত বছর সফলভাবে এই প্রোগ্রামের আওতায় প্রথম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ব্যাচের ক্লাস কার্যক্রম শুরু হল।  
 
অনুষ্ঠানে সিটি ব্যাংক ও সিআইইউর বিজনেস অনুষদের শিক্ষকরা জানান, এ ধরনের সার্টিফিকেশন প্রোগ্রাম ভবিষ্যতে নারী উদ্যোক্তা হতে ইচ্ছুক- এমন মেয়েদের স্বাবলম্বী হতে ভীষণ উৎসাহ জোগাবে। এ ছাড়া দেশের আর্থিক খাতে অবদান রাখতে তাদেও আরও দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করবে।  

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিআইইউর সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন, অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিইআইএসডি) এর পরিচালক ড. মোসলেহউদ্দিন খালেদ।

অন্যান্যদের মধ্যে সার্টিফিকেশন প্রোগ্রামের নানান দিক নিয়ে কথা বলেন সিটি ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের রিজনাল হেড অব ব্রাঞ্চ আনিসুর রহমান, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, অনুষদের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, প্রশাসনের এইচ আর শাখার সহকারি পরিচালক মো. আশরাফুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।