ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নকশা না মেনে ভবন নির্মাণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
নকশা না মেনে ভবন নির্মাণের অভিযোগ ...

চট্টগ্রাম: চলাচলের জায়গা দখল করে সিডিএর নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মঞ্জুর আলম নামে এক ভবন মালিকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এমন অভিযোগ করেন নগররে মেহেদীবাগ এলাকার বাসিন্দা শহিদ উল্লাহ।

 

তিনি অভিযোগ করেন, ১০ তলা ভবনের অনুমতি নিলেও নকশা বর্হিঃভুতভাবে ভবন নির্মাণ করছে মালিক মঞ্জুর আলম। যা সিডিএ’র বিধিমালার লঙ্ঘন।

তারা এমনভাবে ভবন নির্মাণ করছে যাতে আমাদের যাতায়াতের রাস্তার সীমানা বরাবর পর্যন্ত ওদের স্থাপনা চলে এসেছে। যেটা স্থাপনা নির্মাণের কোন আইন মতেই গ্রহণযোগ্য নয়। নাগরিক বিবেচনায় আলো- বাতাস চলাচল, ভূমিকম্প বা অগ্নি বা অন্যকোন দুর্ঘটনার জন্য মারাত্মক হুমকি। এতে আমাদের সমস্ত অধিকার ক্ষুণ্ণ হয় এবং মারাত্মক ঝুঁকি তৈরি করে। এমন পরিস্থিতিতে গত বছরের ৭ জুলাই সিডিএ'র নিকট গত অভিযোগ দিই।

তিনি আরও জানান, শুধু সিডিএ নয়, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও স্থানীয় কাউন্সিল কার্যালয়েও অভিযোগ দিয়েছি। এর আবারও গত ২৫ নভেম্বর দ্বিতীয় দফা অভিযোগ দেওয়া হয়। ইতোমধ্যে পদক্ষেপ হিসেবে সিডিএ ওই ভবন মালিককে শোকজ করে। কিন্তু এরপর কোনো অগ্রগতি দেখা যায় নি। নকশা না মেনে এমন ভবন নির্মাণ ভবিষ্যতে আমাদের জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করবে। শুধু তাই নয়, ভবন মালিকের এমন আচরণে আমাদের অধিকার খর্ব হচ্ছে। আমরা আশা করবো সিডিএ’র এ অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাস নিবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।