ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ পেলেন ২৮ জন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
বন্দরের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ পেলেন ২৮ জন  ...

চট্টগ্রাম: পোর্ট সিকিউরিটি অ্যান্ড মেরিটাইম সিঙ্গেল উইন্ডো সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ দুই ধাপে ২৮ জন অংশ নিয়েছেন।  

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ইনফরমেশন শেয়ারিং প্লাটফর্ম (ওরিস) ৩-৬ এবং ৯-১৩ মার্চ এ কর্মশালা পরিচালনা করেছে।

 

এতে প্রশিক্ষক ছিলেন Gregory John Clifford।  

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বন্দরের শহীদ মো. ফজলুর রহসান মুন্সী অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।