ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যরাতে জমজমাট ক্রিকেট 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
মধ্যরাতে জমজমাট ক্রিকেট  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁইছুঁই। বারিক বিল্ডিংয়ের নৌবাণিজ্য দপ্তরের নির্ধারিত স্থানে জমজমাট উন্মুক্ত শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট চলছে।

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি শতাব্দী বনাম এফসিপি ফ্যামিলি। এরপর মুখোমুখি হবে  এলবি ওয়ারিয়র্স বনাম মরহুম আবদুস সালাম।

ব্যাটিংয়ে তালে তালে শত শত দর্শকের উল্লাস। বেশিরভাগই তরুণ। হই হুল্লোড়ে থেমে থেমে গর্জে উঠছে মিনি স্টেডিয়াম।

দ্য ব্যাচ অব ক্যাম্প এ টুর্নামেন্টের আয়োজন করেছে। এতে চল্লিশটি দল অংশ নিয়েছে।  প্রতি দলে ৯ জন। ২১ মার্চ টুর্নামেন্ট শুরু হয়। মোট ৭২টি ম্যাচ হয়েছে। ফাইনাল হবে ঈদের পরে।  

আয়োজকদের একজন আবরার আলী শিহাব জানান, তরুণ মাদকাসক্ত থেকে দূরে রাখা আমাদের মূল লক্ষ্য। তাই এ টুর্নামেন্টের আয়োজন। এ এলাকায় মাঠের সংকট। অনেক কষ্টে অনুমতি নিয়ে টুর্নামেন্ট করছি।

বাংলাদেশ সময়: ০০১৫  ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।