ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়রের মধ্যস্থতায় ঈদের আগে বেতন-বোনাস পেলেন তারা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
মেয়রের মধ্যস্থতায় ঈদের আগে বেতন-বোনাস পেলেন তারা

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর মধ্যস্থতায় ঈদের আগে বেতন পেলেন বাকলিয়ার ডায়নামিক ফাইড নিটওয়্যার লিমিটেডের ১৮০ জন কর্মী।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ।

তিনি জানান, প্রতিষ্ঠানটির শ্রমিকরা বেশ কয়েক মাস ধরে নিয়মিত বেতন না পেয়ে চরম ভোগান্তিতে ছিলেন। তাই বেতনের দাবিতে মানববন্ধন করে জানিয়েছিলেন তাদের কষ্টের কথা।

শ্রমিকদের এই দুর্ভোগের কথা জানতে পেরে চট্টগ্রামের সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। মঙ্গলবার প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর আলম মেয়রের সাথে বসে আলোচনার পর তাৎক্ষনিকভাবে  শ্রমিকদের বেতনের একাংশ দেন।

এসময় পরিচালক জাহাঙ্গীর আলম আগামী মে মাসের ১৫ তারিখের মধ্যে সব শ্রমিকের বকেয়া বেতন এবং বোনাস হিসেবে অতিরিক্ত এক হাজার টাকা করে দেওয়ার অঙ্গীকার করেন এবং ১৫ মে এর মধ্যে সব বকেয়া পরিশোধে ব্যর্থ হলে চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজির নেতৃত্বে কারখানার সব সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা প্রদানে কোন আপত্তি থাকবে না মর্মে অঙ্গীকার দেন।  

বাংলাদেশ সময়:  ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।