ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের দুয়ারে ছাত্রলীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের দুয়ারে ছাত্রলীগ ...

চট্টগ্রাম: নগরের পশ্চিম ষোলশহর এলাকায় চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে নগরের  হামজারবাগ, বিবিরহাট ও মসজিদ বাড়ী লাইনসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদের জন্য নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান তারা।

নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলু, রকিবুল হাসনাত, জনি ও সালমানসহ শতাধিক নেতাকর্মী প্রচারণায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।