ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জনগণের অধিকার আদায়ে বিএনপি সংগ্রাম করে যাচ্ছে: ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
জনগণের অধিকার আদায়ে বিএনপি সংগ্রাম করে যাচ্ছে: ডা. শাহাদাত

চট্টগ্রাম: মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে। আগামীতেও জনগণের দল হিসেবে বিএনপি জনগণের অধিকার আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেতৃত্ব দেবে।

 

রোববার (২৩ এপ্রিল) নগরের কাতালগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

ডা.শাহাদাত বলেন, মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই।

গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন নামের কালো আইনের মাধ্যমে। আমাদের সংবিধানে মতপ্রকাশের অধিকার থাকলেও বাকশালী সরকার তা হরণ করেছে।  রাষ্ট্রযন্ত্রকে নিজের অবৈধ ক্ষমতার মসনদ টিকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।  

এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এস এম ফজলুল হক, এম নাজিম উদ্দিন, প্রফেসর সিদ্দিক আহমেদ, জাহাঙ্গীর আলম, একরামুল করিম, হুম্মাম কাদের,সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রমুখ

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।