ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঋণ খেলাপির ২ মামলায় ব্যবসায়ী দম্পতির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
ঋণ খেলাপির ২ মামলায় ব্যবসায়ী দম্পতির কারাদণ্ড ছবি প্রতীকী

চট্টগ্রাম: ঋণ খেলাপির দুই মামলার ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে ১০ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

সোমবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী সহকারী মো. রেজাউল করিম।  

তিনি বলেন, রুপালি ব্যাংক লিমিটেডের ১৭৪ কোটি  ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকার ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে ৫ মাসের কারাদণ্ড এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকার ঋণ খেলাপির অন্য একটি মামলায় তাদের আরও ৫ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।