ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রানীর দীঘিতে ভাসছিল মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
রানীর দীঘিতে ভাসছিল মরদেহ  ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার রানীর দীঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির  মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

 

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোছাইন বাংলানিউজকে বলেন, সকালে মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দীঘির পানিতে ভাসমান অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি শক্ত হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।