ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনা করে উন্নয়ন, বিএনপি করে আগুন সন্ত্রাস: নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ১, ২০২৩
শেখ হাসিনা করে উন্নয়ন, বিএনপি করে আগুন সন্ত্রাস: নওফেল ...

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দেশের উন্নয়ন করে আর বিএনপি করে আগুন সন্ত্রাস।

সোমবার (১ মে) দুপুরে নগরের সিরাজউদ্দৌলা সড়কে একটি কমিউনিটি সেন্টারে দেওয়ানবাজার, জামালখান, এনায়েত বাজার ও উত্তর পাঠানটুলী ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের কমিটির সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

নওফেল বলেন, আর কিছুদিন পরেই জাতীয়  নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই সম্মিলিতভাবে কিভাবে কাজ করতে পারি তা এখনি ঠিক করতে হবে। মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে।

 

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের কাছে তথ্য আছে বিএনপি-জামায়াত এখন সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে উস্কে দেবে আর নেতাকর্মীদের উৎসাহিত করার কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছেন। আর মানুষকে খেপিয়ে দিতে সফল হলে তারা আবার ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে। তাই আপনাদের সচেতন থাকতে হবে।

সভায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এবং কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বাবুল, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান মহসিন, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, আঞ্জুমান আরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ১, ২০২৩
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।