ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ৭, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র আর নেই ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র (৭২) আর নেই।

রোববার (৭ মে) বিকেল ৪টা ৩ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একাত্তরের এ দুর্ধর্ষ গেরিলা যোদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের বাড়ি আনোয়ারা উপজেলায়।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

রোববার সন্ধ্যা ৬টা থেকে ৮টা মিউনিসিপ্যাল স্কুলের শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে।  তারপর বলুয়ার দিঘির অভয়মিত্র মহাশ্মশানে এই বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হবে।

অমল মিত্রকে নিয়ে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ শামসুল হক ‘একাত্তরের ‍দুর্ধর্ষ গেরিলা অমল মিত্র’ নামের একটি বই প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা্, মে ৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।