ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসুর প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি শারমীন, সম্পাদক আবরার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ৭, ২০২৩
সিভাসুর প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি শারমীন, সম্পাদক আবরার 

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক ফোরামের ২০২৩-২৪ মেয়াদে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, সহসভাপতি হয়েছেন জেনেটিক্স ও অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. আশুতোষ দাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক আবরার শাকিল।

 

কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ মজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক ডা. প্রণব পাল, প্রচার সম্পাদক ডা. তুলি দে, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাফিসা নাওয়ার তামজি। কার্যকরী সদস্য প্রফেসর বিবেক চন্দ্র সূত্র ধর, ড. ভজন চন্দ্র দাস, ড. ওমর ফারুক মিয়াজী, ড. পংকজ চক্রবর্তী, ড. সুব্রত কুমার শীল, ড. ইন্দ্রজিত সাহা ও মো. ফাহাদ বিন কাদের।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, সাবেক উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, গৌতম কুমার দেবনাথ, ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ড. হিমেল বড়ুয়া।

প্রগতিশীল শিক্ষক ফোরামের নবনির্বাচিত কমিটি রোববার (৭ মে) দায়িত্ব গ্রহণ করেন। এরপর কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং উপাচার্য মহোদয়কে  শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।