ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আম পেড়ে খাওয়া হলো না যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ১০, ২০২৩
আম পেড়ে খাওয়া হলো না যুবকের মো. মেজবাহ চৌধুরী

চট্টগ্রাম: ফটিকছড়ির ভুজপুরে আম পেড়ে নামার সময় শরীরে বাঁশ ঢুকে মারা গেছেন মো. মেজবাহ চৌধুরী (২৩)।  

বুধবার (১০ মে) বেলা ১টার দিকে ৪ নম্বর ভুজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

মেজবাহ চৌধুরী স্থানীয় আব্দুল্লাহ চৌধুরীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

স্থানীয় ইউপি সদস্য এসএম মুসলিম উদ্দীন সিকদার বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পুকুরে গোসল করার সময় মেজবাহ আহমদ ছফা চৌধুরীর সীমানা প্রাচীরের রেলিং টপকে গাছ থেকে আম পাড়ে। এরপর গাছ থেকে নামার সময় রেলিংয়ের লোহার সঙ্গে পরনের লুঙ্গি আটকে যায়। এ সময় লুঙ্গি ছিঁড়ে গেলে ভারসাম্য হারিয়ে নিচের ফুলবাগানের বাঁশের ওপর পড়লে সেটি শরীর পেছন দিকে ঢুকে রক্তপাত হতে থাকে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।