ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভর্তি পরীক্ষা চলাকালে খসে পড়লো সিলিং 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মে ১২, ২০২৩
ভর্তি পরীক্ষা চলাকালে খসে পড়লো সিলিং  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি হলে খসে পড়েছে সিলিং। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

 

শুক্রবার (১২ মে) বেলা ১২টা ১০ মিনিটের দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের ৫৩৯ নম্বর কক্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পরীক্ষার হলে দায়িত্বরত ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত হাসান।

 

তিনি বলেন, সোয়া ১২টার দিকে একজন শিক্ষকের খুব কাছেই এ ঘটনা ঘটে। তবে ছাত্র-ছাত্রী এবং দায়িত্বরত শিক্ষকদের কেউ আহত হননি। পরীক্ষা স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।

এদিন বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।