ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুসুমবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ফরিদ মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
কুসুমবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ফরিদ মাহমুদ ...

চট্টগ্রাম: নগরের কুসুমবাগ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।

শুক্রবার (১২ মে) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন।

ফরিদ মাহমুদ বলেন, করোনা মহামারীসহ সকল দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মীরাই কেবল এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্যরা শুধু ক্ষমতায় যেতে ষড়যন্ত্রে লিপ্ত থাকে।

 

তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল আলম, নগর যুবলীগের সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, কাউন্সিলর আনজুমান আরা, নগর যুবলীগ নেতা নেছার আহমেদ, ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. সমীর কান্তি দে, নগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, নগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সৌরভ আলম, রফিকুল ইসলাম রানা, মোহাম্মদ নিজাম, ইয়াছিন ভুইয়া, সালামত উল্ল্যাহ মানিক, আরিফুর রহমান সজিব, এবাদুল ইসলাম আবিদ প্রমুখ।

পরে জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার ও ঘরের মালিকের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।