ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শ্রমিক লীগের ভিত্তিকে মজবুত করেছিলেন রহমতুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
শ্রমিক লীগের ভিত্তিকে মজবুত করেছিলেন রহমতুল্লাহ চৌধুরী ...

চট্টগ্রাম: রেল শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম রহমতুল্লাহ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেলে মরহুম জহুর আহমদ চৌধুরীর বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মো. ইয়াকুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, মরহুম রহমতুল্লাহ চৌধুরী এদেশের শ্রমিক রাজনীতির একজন কারিগর। বিশেষ করে রেল শ্রমিক কর্মচারীদের অধিকার আদায়ের জন্য তিনি অনন্য ভূমিকা রেখেছেন।

এছাড়াও বঙ্গবন্ধুর একজন অকৃত্রিম অনুসারী হিসেবে তিনি দল ও জাতিকে সেবা দিয়ে গেছেন। এই মানুষটির কথা হয়তো বর্তমান প্রজন্ম জানে না। আমরা যারা রাজনীতি শুরু করেছি তারা রহমতুল্লাহ চৌধুরীর মতো মানুষদের সংস্পর্শে এসে দেশ ও জাতিকে ভালো কিছু দেয়ার প্রত্যয় অর্জন করেছি। তাই আগামী ১৭ মে বিকেল ৩টায় নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় শ্রমিক লীগের মহানগরের আওতাধীন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য স্মরণ সভাকে সফল করার জন্য প্রস্তুতি নিতে হবে। কেননা এতে প্রধান অতিথি থাকবেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এমপি। তাঁকে জানিয়ে দিতে হবে চট্টগ্রামে শ্রমিক লীগের ভিত্তি কতটুকু গভীরে।  

মীর হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সফর আলী, শ্রমিক লীগের পাহাড়তলী অঞ্চলের সভাপতি শফি বাঙালি, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, বন্দর শ্রমিক লীগ সভাপতি মীর নওশার, সাধারণ সম্পাদক মো. আলমগীর, রেলওয়ে শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দক, ওয়াসা শ্রমিক ইউনিয়নের মো. তাজুল ইসলাম, গাডগুদাম শ্রমিক লীগ সভাপতি মো. ইদ্রিস হাওলাদার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন পলাশ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উজ্জ্বল বিশ্বাস, বিপনী বিতান দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সৈয়দ মো. জাহাঙ্গীর, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দীন চৌধুরী রহমতুল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের আহ্বায়ক হাবিবুল্লাহ মাস্টার, নগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা আলম, কোতয়ালী থানা শ্রমিক লীগের মো. আলী, রেল শ্রমিক লীগ আজম হোসেন, ফুটপাত হকার্স শ্রমিক লীগ সভাপতি নুরুল আলম লেদু, কোস্টাহ্যাজ শ্রমিক লীগের মো. আলমগীর, মহানগর হকার্স লীগের সাধারণ সম্পদাক মো. হারুনুর রশিদ রনি, অটো রিক্শা শ্রমিক লীগের বেলাল হোসেন, মো. ওসমান গণি, মো. অলি উল্লাহ সুমন, হকার্স ফেডারেশন সাধারণ সম্পাদক শাহ আলম ভূইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।