ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
সাতকানিয়ায় কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

চট্টগ্রাম: সাতকানিয়ায় গাটিয়াডেঙ্গা কিন্ডার গার্টেনের বার্ষিক পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

শনিবার (১৩ মে) শিক্ষা প্রতিষ্ঠান মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিচালক এরফান লিটন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক আ জ ম সেলিমের সভাপতিত্ব স্বাগত বক্তব্য দেন গাটিয়াডেঙ্গা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শওকত ওসমান।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন গাটিয়াডেঙ্গা আ স ম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোতেষ বসু, নলুয়া ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান শাহজাহান মো. আবু ইউনুচ টুন্টু, শিক্ষক মো. শহিদুল্লাহ, দক্ষিণ গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মিজানুল ইসলাম, সহকারী শিক্ষক ফেরদৌস আহমদ, অভিভাবক প্রতিনিধি সুলতান মাহমুদ, সাবেক শিক্ষার্থী আমানুল্লাহ মো. ক্বাফি।

এসময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএম সাইফুল আলম, আবু তাহের, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, মো. গোফরান, জাফর আহম্মদ ভুট্টো, আবু নাইম মুসা, শাকিল আহমদ, প্রকৌশলী শহীদুল ইসলাম, আবছার উদ্দিন ও এ কে এম মনজুরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।