ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে আশ্রয়কেন্দ্রে ৩০ হাজার মানুষ, নিরাপদে গবাদি পশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
সন্দ্বীপে আশ্রয়কেন্দ্রে ৩০ হাজার মানুষ, নিরাপদে গবাদি পশু ...

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রামের দ্বীপ উপজেলায় সন্দ্বীপে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ১৬২টি আশ্রয়কেন্দ্রে ২৯ হাজার ৮৮৫ জন অবস্থান করছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।  

রোববার (১৪ মে) সকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খ্রীসা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

ইউএনও সম্রাট খীসা বলেন, সন্দ্বীপে ঘূর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশুদেরকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট ও সিপিপি’র ভলান্টিয়াররা দুর্যোগ মোকাবিলায় মাঠে আছেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।