ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এসএসসি: চট্টগ্রামে তিন বিষয়ে অনুপস্থিত দেড় হাজার পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসএসসি: চট্টগ্রামে তিন বিষয়ে অনুপস্থিত দেড় হাজার পরীক্ষার্থী

চট্টগ্রাম: শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ বিষয়ে ১ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ২১৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৪ হাজার ৪০০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩২ হাজার ৮২০ জন পরীক্ষার্থী।

 

মঙ্গলবার (১৬ মে) দুপুরের দিকে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ।  

তিনি বলেন,  চট্টগ্রামে ৯৩ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯২ হাজার ৭৩৯ জন।

অনুপস্থিত ছিল ১ হাজার ৩৫ জন। কক্সবাজার জেলায় ২০ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৪৫২ জন এবং অনুপস্থিত ছিল ২৯১ জন। রাঙামাটি জেলায় ৬ হাজার ৯৩৬ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৮৬৬ জন। অনুপস্থিত ছিল ৭০ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ২১৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৯৮ জন এবং অনুপস্থিত ছিল ১১৫ জন। বান্দরবান জেলায় ৪ হাজার ৭৩৪ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৬৬৫ জন এবং অনুপস্থিত ছিল ৬৯ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।