ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় নিখোঁজের পর পুকুরে মিললো শিশুর মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
সাতকানিয়ায় নিখোঁজের পর পুকুরে মিললো শিশুর মরদেহ  ছবি: প্রতীকী

চট্টগ্রাম: সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় মাঈন উদ্দিন আরফাত নামের এক শিশু। পরে খোঁজা-খুঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা।

বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাস্টার বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  

আরফাত উপজেলার বাজালিয়া ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকার ওমান প্রবাসী আবদুল মান্নানের ছেলে।

সে তৃতীয় শ্রেণির ছাত্র।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেল থেকে মাগরিব পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি টিম পুকুরে নেমে ও জাল ফেলে শিশুটিকে খুঁজলেও পাওয়া যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়। পরের দিন তাদের আত্নীয় স্বজনরা স্থানীয় একটি পুকুরে তার মরদেহ দেখতে পায়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১৭, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।