ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের কারণে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়নি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের কারণে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়নি’

চট্টগ্রাম: আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়নি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এর কারণে। সেদিন সামরিক শাসকদের রক্তচক্ষু, ভয়ভীতি উপেক্ষা করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেশের হত দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা দেশে ফিরে না এলে এদেশ আজ পাকিস্তানের মতো অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো।

গ্রেনেড বোমা হামলার মতো বারবার হত্যা প্রচেষ্টার পরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াই থেকে সরে দাঁড়াননি। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলেই আজ তথাকথিত পরাশক্তিদের চোখে চোখ রেখে কথা বলার সাহস অর্জন করেছে বাঙালি।
সেই সাহসের বাতিঘর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগের নেতা কর্মীদের আত্মমর্যাদার সঙ্গে বাঁচার লড়াইয়ের শপথ নিতে হবে। রাজপথেই মোকাবিলার সাহস নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে বিদেশি প্রভুদের দোসর ও দালালদের বিরুদ্ধে।

বুধবার (১৭ মে) বিকালে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এর আগে নগরের পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর স্টেশন রোড, নিউমার্কেট, দারুল ফজল মার্কেট, আমতলা চত্বর প্রদক্ষিণ করে।

 মহানগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও আনিফুর রহমান লিটুর  সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ  নেতা সেকান্দর আজম, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, জামিল আহমেদ মিলন, রঞ্জিত কুমার শীল, লোকমান হোসেন, রায়হান নেওয়াজ সজিব,  মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আবদুল্লা, মো. ইসমাইল, মাকসুদুল আলম জিকু, সাজ্জাদ আলী জুয়েল, কাজী আরিফ, মো. সালাউদ্দিন, সোহেল রানা, রেজাউল করিম মামুন, দিদারুল আলম দিদার, এমরান হোসেন, মো. শরিফ, সাজিবুল ইসলাম সজিব, ইকবাল হোসেন রাজু,ফারুক হোসেন সুমন, যুবায়ের হোসেন অভি, ইয়াছিন আরাফাত, সাইফুল হাবিব, মনিরুল হক, সাদ্দাম হোসেন, রমজান আলী, মো. হানিফ, আবু নাছের জুয়েল মাহমুদুর রহমান বাপ্পী, মোশাররফ আলী শাপলু, হোসেন আহমদ কিরন, বেলাল হোসেন, শাহজাহান বাপ্পি, মোস্তফা মামুন ভুঁইয়া, আমির হোসেন জুয়েল, টিপু খান, জাবেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।