ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে ভূমি বিষয়ক সেমিনার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
সিআইইউতে ভূমি বিষয়ক সেমিনার  ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ভূমি বিষয়ক সমস্যা নিয়ে দিনব্যাপি সেমিনার।  

সম্প্রতি সিআইইউর স্কুল অব ল নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘অর্পিত সম্পত্তি আইন'  প্রেক্ষাপট বাংলাদেশ’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে।

 

এতে সিআইইউর আইন অনুষদের শিক্ষার্থীরা ছাড়াও তাদের শিক্ষক এবং আইন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা অর্পিত সম্পত্তি বিষয়ক সমস্যাগুলো সমাধানে বিচার বিভাগ ও প্রশাসনের একসঙ্গে সমন্বয় থাকার কথা জানান।

পাশাপাশি সরকারি সম্পত্তির রেকর্ড ও নিষ্পত্তির বিষয়ে কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন।  

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ডিভিশনাল স্পেশাল জাজ মুন্সী আবদুল মজিদ। সিআইইউর স্কুল অব ল’র ডিন ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সহকারি অধ্যাপক মো. আকতারুল আলম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক হাসনাত কবির প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।