ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে শনিবার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য ২ ঘণ্টা বন্ধ থাকবে। শনিবার (২০ মে) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে সড়কটি বন্ধ থাকবে।

চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করার জন্য আগামী শনিবার (২০ মে) দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত শনিবার (১১ মে) ডেকবিমটি বসানোর কথা থাকলে ঘূর্ণিঝড় মোখার কারণে  বসানো যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৫  ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।