ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাটল ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ১৫ মিনিট পেছালো চবি’র ভর্তি পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ২২, ২০২৩
শাটল ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ১৫ মিনিট পেছালো চবি’র ভর্তি পরীক্ষা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের ব্রেক ভেঙে যাওয়ায় শিডিউল বিপর্যয় ঘটেছে। এমন পরিস্থিতিতে চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

 

সোমবার (২২ মে) সকাল ৮টা ১৫ মিনিটের শাটল ট্রেন সকাল ৯টা ১৫ মিনিটে ক্যান্টনমেন্ট স্টেশনে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেটি ৯টা ৪২ মিনিটে যাত্রা শুরু করে ১০টা ৮ মিনিটে ক্যাম্পাসে এসে পৌঁছায়।

পরীক্ষার সময় ১৫ মিনিট পেছানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৫ মিনিট পরে শুরু করা হয় পরীক্ষা।  

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।