ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৩২ হাজার ফেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মে ২২, ২০২৩
চবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৩২ হাজার ফেল ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।  

সোমবার (২২ মে) বেলা সাড়ে ১২টার দিকে ‘এ’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা বাংলানিউজকে বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৫৯ হাজার ৫০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ হাজার ৯০৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৫ দশমিক ২২ শতাংশ।

এছাড়া ফেল করেছে ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী। যা শতকরা ৪৪ দশমিক ৭৮ শতাংশ।  

এর আগে গত ১৬ ও ১৭ মে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৫ জন শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।