ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে ভূমি সেবা নিতে রাউজানে প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ২২, ২০২৩
অনলাইনে ভূমি সেবা নিতে রাউজানে প্রচারণা ...

চট্টগ্রাম: স্মার্ট ভূমি সেবা প্রদান কার্যক্রমের ব্যাপক প্রচার ও ঘরে বসে ভূমি সেবা নিতে জনসাধারণের মাঝে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সারা দেশের ন্যায় রাউজান উপজেলায় উদযাপিত হচ্ছে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ।  

সোমবার (২২ মে) সকালে রাউজান উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধনী করা হয়।

এ সেবা চলবে আগামী ২৮ মে পর্যন্ত।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার।
 

সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা, সেবাপ্রার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিশন বাস্তবায়নে অনেকটা পথ এগিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের সকল সেবা মানুষ ডিজিটালি পাচ্ছে।  

তিনি আরও বলেন, এই ডিজিটাল সেবা প্রদান কার্যক্রমকে আরো স্মার্ট করতে উপজেলা ভূমি অফিস কাজ করে যাচ্ছে। অনলাইনে নামজারি আবেদন গ্রহণ, শতভাগ ফি অনলাইনে আদায়, অনলাইনে খতিয়ান প্রদান, শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।