ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সত্য হলো চবির সেই কর্মকর্তার ভবিষ্যদ্বাণী!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
সত্য হলো চবির সেই কর্মকর্তার ভবিষ্যদ্বাণী!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ফল প্রকাশের একদিন আগেই (২১ মে) ছেলের ফলাফল ফেইসবুকে পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। এ নিয়ে সৃষ্টি হয় তুমুল আলোচনা সমালোচনা।

পরে তিনি ফেইসবুক স্ট্যাটাসটি সরিয়ে নেন।

সোমবার (২২ মে) বেলা ১২টার দিকে 'এ' ইউনিটের ফলাফল প্রকাশের পর সেই কর্মকর্তার পূর্বঘোষিত ফলাফলের সঙ্গে মিল পাওয়া গেছে।

 

জানা গেছে ওই কর্মকর্তার নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন।

ফেসবুক পোস্টে ওই কর্মকর্তা লেখেন, 'আলহামদুলিল্লাহ। আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী। ' 

এ ঘটনায় সোমবার (২২ মে) মোহাম্মদ সোহরাওয়ার্দীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বাংলানিউজকে বলেন, তিন কর্মদিবসের মধ্যে কর্মকর্তা  মোহাম্মদ সোহরাওয়ার্দীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাবের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।