ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বিএনপি-জামায়াতের অসৎ উদ্দেশ্য সফল হতে দেবে না যুবলীগ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মে ২২, ২০২৩
‘বিএনপি-জামায়াতের অসৎ উদ্দেশ্য সফল হতে দেবে না যুবলীগ’ ...

চট্টগ্রাম: মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ মাঠে থাকতে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের অসৎ উদ্দেশ্য সফল হতে দিবে না। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বারবার।

সোমবার (২২ মে) বিকালে চট্টগ্রাম বন্দর পোর্ট কলোনী নতুন মার্কেট চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদের গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুবলীগ নেতা মে. সালাউদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা  মিজান ও আবু নাসের জুয়েলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু,নুরনবী পারভেজ, জমিল আহমেদ মিলন,  সালাউদ্দিন মিন্টু, মো. লোকমান, মো. ইমতিয়াজ বাবলা, এম. রাশেদ চৌধুরী, জাহিদ হোসেন খোকন, ফরহাদ আব্দুল্লাহ্, কাজী মো. আরিফ, সোহেল রানা প্রমুখ।

বাংলাদেশ সময়:২০০০ ঘণ্টা, মে ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।