ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩
সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু, আহত ১ ছবি প্রতীকী

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার জোড় আমতল এলাকার একটি জাহাজ ভাঙা কারখানায় এক শ্রমিকের মৃত্যু ও আরও একজন আহত হয়েছেন।  

সোমবার (২৯ মে) দুপুর পৌনে ২টার দিকে ফোরস্টার শিপব্রেকিং ইয়ার্ড অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত শ্রমিক শাহাব উদ্দিন ইয়ার্ডটিতে কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি একই থানার বড় কুমিরা এলাকায়।

আহত শ্রমিক মোশারফ হোসেন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার পেশকারহাট এলাকার বাসিন্দা।  

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, একটি জাহাজ কাটতে গিয়ে লোহার ভাঙা পাতসহ জাহাজ থেকে মাটিতে পড়ে শ্রমিক শাহাব উদ্দিন ও মোশারফ হোসেন আহত হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মোশারফ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। শাহাব উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।