ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লিচুর বিচি গলায় আটকে ছয় মাসের শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মে ৩০, ২০২৩
লিচুর বিচি গলায় আটকে ছয় মাসের শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ফটিকছড়িতে লিচুর বিচি গলায় আটকে ছয় মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লেলাং ইউনিয়নে মো. আদিল সিকদার নামের ওই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় শিশুটির নানার বাড়ি শাহনগর গ্রামের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। আদিল একই ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির মঈন উদ্দিন শিকদারের একমাত্র ছেলে।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ। তিনি বলেন, ঘরের সবাই নামাজ পড়ছিল। এ সময় শিশুটি একটি লিচুর বিচি কুড়িয়ে পেয়ে মুখে দেয়। এরপর সেটি গলায় আটকে যায়। এরপর শ্বাসকষ্টে ছটফট করতে থাকে সে।  অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।