ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির দুই হলে অভিযান, অস্ত্র উদ্ধার 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুন ২, ২০২৩
চবির দুই হলে অভিযান, অস্ত্র উদ্ধার  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দিনভর সংঘর্ষের পর মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে অভিযান চালিয়ে লোহার রড, স্টাম্প, হকিস্টিক ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বৃহস্পতিবার (০১ জুন) রাত ১২টার পর এ অভিযান চালানো হয়।

প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন ও পুলিশের সহযোগিতায় চবির শাহ আমানত ও শাহজালাল হলে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে এসব দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।  

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে চবির শাহ আমানত ও শাহজালাল হলে অবস্থানরত শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির অনুসারীদের প্রায় চার ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এসময় উভয়পক্ষের নেতাকর্মীদের চাপাতি, হকিস্টিক, পাইপ, রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জনের মতো আহত হন।  

সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তল্লাশি চালিয়েছি৷ তবে কাওকে আটক করা হয়নি। কিছু রড, স্টাম্প ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে৷

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।