ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কর্মীদের প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন ডা. আফছারুল আমীন’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, জুন ২, ২০২৩
‘কর্মীদের প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন ডা. আফছারুল আমীন’ ডা. মো. আফছারুল আমীন

চট্টগ্রাম: প্রজন্ম থেকে থেকে প্রজন্মে একজন আদর্শিক নেতা হিসেবে কর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আফছারুল আমীন বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।  

শুক্রবার (২ জুন) বিকেল চারটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. আফছারুল আমীন মৃত্যুবরণ করেন।

 

এক শোকবার্তায় মেয়র বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সুপ্রতিষ্ঠিত রাখতে মো. আফছারুল আমীন আমৃত্যু লড়ে গেছেন। তৃণমূলের রাজনীতিকে সুসংগঠিত করার পাশাপাশি চিকিৎসাসেবার মাধ্যমে জনসেবা করে গেছেন তিনি।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। এ বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। তার কর্ম এবং সাংগঠনিক কৌশল আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।  

মেয়র তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।