ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এবিএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এবিএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন ...

চট্টগ্রাম: রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর মেজ ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবিএম ফজলে রাব্বী চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।  

রোববার (৪ জুন) সকালে গহিরা বক্সে আলী চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, মরহুমের ছোট ভাই ব্যবসায়ী এবিএম ফজলে শহীদ চৌধুরী,  রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম,  রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার সরোয়ার জাহান, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, নুরুল আবছার বাশি. বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন চৌধুরী, আব্বাস উদ্দিন আহম্মদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, রোকন উদ্দিন, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু।  

মোনাজাত করেন গহিরা বক্সে আলী চৌধুরী জামে মসজিদের খতিব আল্লামা কুতুব উদ্দিন।

 

মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান প্রেস ক্লাব, গহিরা কলেজ, রাউজান সরকারি কলেজ, রাউজান পৌরসভা, রাউজান কেন্দ্রীয় সমবায় সমিতি, রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান পৌরসভা আওয়ামী লীগ, রাউজান উপজেলা যুবলীগ, রাউজান পৌরসভা যুবলীগ, রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান পৌরসভা ছাত্রলীগ, চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতি, রাউজান জলিলনগর ব্যবসায়ী সমিতি, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, গহিরা উচ্চ বিদ্যালয়, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগ, গহিরা ইউনিয়ন আওয়ামী লীগ, নোয়াজিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ, বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগ, রাউজান ইউনিয়ন, কদলপুর ইউনিয়ন, পাহাড়তলী ইউনিয়ন, বাগোয়ান ইউনিয়ন, পূর্ব গুজরা ইউনিয়ন, পশ্চিম গুজরা ইউনয়ন, নোয়াপাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।