ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ৭ তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ৬, ২০২৩
সীতাকুণ্ডে ৭ তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকা থেকে বিলুপ্তপ্রায় ৭ তক্ষক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তক্ষক পাচারে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ জুন) মহাসড়কের কিং অফ কুমিরা কনভেনশন হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

এরা হলো- মো. নীলচাঁন শেখ (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও মো. মুক্তার হোসেন (৪৫)।

 

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইসচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিলুপ্তপ্রায় ৭টি তক্ষক উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, তক্ষকগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।